Our Objectives

Our Objectives

 

সংগঠনের লক্ষ‍্য ও উদ্দেশ‍্যঃ 

সংগঠনটি যখন প্রথম জন্ম নিলো জলপাইগুড়িতে তখন এর মূল উদ্দেশ্য ছিলো ঐ এলাকায় প্রাইভেট টিউটরদের একত্রিত করা। ক্রমশ সংগঠনের লক্ষ‍্য ও উদ্দেশ্য বৃহৎ রূপ নিতে লাগলো। এরপর পশ্চিমবঙ্গ ব‍্যাপী সংগঠনের প্রসারের ফলে এর উদ্দেশ্য ও লক্ষ‍্যও বৃদ্ধি পেল।

(১) সংগঠনের ১ নং লক্ষ‍্য পশ্চিমবঙ্গব‍্যাপী  বিচ্ছিন্ন প্রাইভেট টিউটরদের একটা ছাতার তলায় একত্রীত করা ও স্থানীয়স্তরে গৃহশিক্ষক শিক্ষিকাদের সমস‍্যাগুলি সংঙ্ঘবদ্ধভাবে সুরাহা করা।

(২) দ্বিতীয় লক্ষ‍্য গৃহশিক্ষকতা পেশাটির এক সরকারি স্বীকৃতি। 

(৩) তৃতীয় লক্ষ‍্য যা অন‍্যতম  এক জলন্ত সমস‍্যা গৃহশিক্ষকতা পেশায় সরকারী বা বেসরকারী  স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের  বা অন‍্য চাকুরীজীবিদের বেআইনি অনুপ্রবেশ রোখা। স্কুল শিক্ষক-শিক্ষিকাদের স্কুলের প্রভাব খাটিয়ে ছাত্রছাত্রীদের উচ্চ fees-এর বিনিয়েও  তাদের কাছে টিউশন নিতে বাধ‍্য করা যেকোনো মূল্যে রুখে প্রাইভেট টিউশনের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা। জনমতকে সঙ্গে নিয়ে সমস্ত গৃহশিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে সম্পূর্ণ গনতান্ত্রীক ও অহিংস আন্দোলনের মাধ‍্যমে গৃহশিক্ষকতা পেশাকে রক্ষা করা। এবং প্রয়োজনে উচ্চ ও উচ্চতর ন‍্যায়ালয়ের শরণাপন্ন হওয়া।

(৪) চতুর্থত সংগঠনটি শুধু গৃহশিক্ষক কল‍্যাণের মধ‍্যে সীমাবদ্ধ না রেখে জনকল‍্যাণে যুক্ত করা। বিভিন্ন সেবামূলক ও জনস্বার্থে যুক্ত হয়ে জনমানসে ছাপ ফেলা।

(৫) সংগঠনের সদস‍্যদের ব‍্যক্তিগত চিকিৎসা বা কোনো কারনে অকাল মৃত‍্যু হলে সাধ‍্যমত পারিবারিক আর্থিক সাহায্য প্রদান করা। গৃহশিক্ষকদের পরিবারকে রাজ্য সরকারের অধীনে বীমার আওতায় এনে সুরক্ষিত করা। 

(৬) রাজ‍্যের বিভিন্ন অংশের দক্ষ ও কুশলি প্রশিক্ষকদের নিয়ে বিভিন্ন WORKSHOPS-এর মাধ‍্যমে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে তরুণ ও নব‍্য গৃহশিক্ষক-শিক্ষিকাদের দক্ষ ও কুশলি করে তোলা ও পেশাটিকে উপযুক্ত বানিজ‍্যকরণ করা যাতে একজন গৃহশিক্ষক বা শিক্ষিকা  প্রয়োজন সংখ‍্যক ছাত্রছাত্রী পান। 

(৭) সংগঠনের আরও একটি লক্ষ‍্য হলো সংগঠনের নামে বিভিন্ন পুস্তিকা এবং প্রশ্ন ও উত্তরের বই প্রকাশ করা যাতে সংগঠনের সদস‍্যদের তাঁদের নিজেদের দক্ষতার বিকাশ ঘটাতে সমর্থ হয় প্রকাশিত বইয়ের মাধ‍্যমে এবং বাজারদর থেকে অনেক কম খরচে ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছে যায়।

(৮) দুঃস্থ ও মেধাবী ছাত্রদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।   

(৯)  গৃহশিক্ষকদের সরকারী Registration Number প্রদানের ব্যবস্থা করা। 

(১০) গৃহশিক্ষক পর্ষদ গঠন।