Mission & Vision

Mission & Vision

১) শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন করতে হবে। 

২) প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল প্রথার মাধ্যমে সার্বিক মুল্যায়ণ ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। 

৩) শিক্ষার্থীদের Project Work & Practical –এর ভয় দেখিয়ে মানসিক অত্যাচার বন্ধ করে বৃক্ষরোপণের মতো পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচী চালু করতে হবে। 

৪) শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের Mobile Phone নিষিদ্ধ করতে হবে। 

৫) বিভিন্ন Summative Evaluation এবং Test পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে হবে।

 ৬) কেন্দ্রীয় সরকারের Right to Education Act,2009 Sec-28 অনুযায়ী এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশিকা G.O.No 214-SE/8.10M-01/18, Kolkata, 8thMarch,2018 অনুযায়ী সরকারী ও সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগন যেন কোনোভাবে গৃহশিক্ষকতা করতে না পারেন সেই ব্যাপারে উপযুক্ত 

সরকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

৭) গৃহশিক্ষকতাকে সম্মানজনক পেশার মর্যাদা দিতে হবে।

৮) অবিলম্বে গৃহশিক্ষকদের সরকারী Registration Number প্রদান করতে হবে। 

৯) গৃহশিক্ষকদের পরিবারকে রাজ্য সরকারের অধীনে বীমার আওতায় এনে সুরক্ষিত করতে হবে। 

১০) গৃহশিক্ষক পর্ষদ গঠন করতে হবে। 

১১) পঞ্চাশোর্ধ গৃহশিক্ষক-গৃহশিক্ষকাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে।